গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত

গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সোয়াদ হোসেন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো দুইজন।

রাশিদুল ইসলাম বোরহান, গাংনী (মেহেরপুর)

Location :

Gangni
গাংনী থানা
গাংনী থানা |সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সোয়াদ হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অপর দুই সহযাত্রী সাগর জোসেন (১৫) ও বাহাদুর আলী (২০)।

মঙ্গলবার (২৬ আগষ্ট) সন্ধ্যায় গাংনী-হাটবোয়ালীয়া সড়কের গজাড়িয়া হেমায়েতপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে আলমডাঙ্গার হারদি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানেই মারা যায় সোয়াদ।

নিহত সোয়াদ হোসেন মালেশিয়া প্রবাসী ভোলাডাঙ্গা গ্রামের দুলাল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। আহত বাহাদুর আলী একই গ্রামের আব্বাছ আলীর ছেলে এবং সাগর মনিরুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হতাহতরা একই মোটরসাইকেল করে হেমায়েতপুর বাজার থেকে নিজ গ্রামের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলের গতি দ্রুত হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে ধাক্কা খেয়ে রাস্তার পাশের একটি স’ মিলের কাঠের সাথে আঘাতপ্রাপ্ত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে আলমডাঙ্গার হারদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সোয়াদ মারা যায়।