বোয়ালমারীতে যুবকের লাশ উদ্ধার

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো গাড়ি দুর্ঘটনা অথবা হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে

Location :

Faridpur
নয়া দিগন্ত

ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুরের মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।

শনিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর সেতু এলাকায় মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় এক ভ্যানচালক ও এক যাত্রী লাশটি দেখতে পেয়ে চিৎকার করেন। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

বনচাকি গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ শেখ বলেন, ‘আমি একটি ভ্যানে করে বোয়ালমারী বাজারে যাচ্ছিলাম। এ সময় ঘটনাস্থলে সড়কের পাশে জিনারি লাগানো এক টুকরো কাঠ দেখতে পেয়ে ভ্যানচালককে থামতে বলি। এ সময় কাঠটি রাস্তার পাশে ফেলতে গেলে লাশটি দেখতে পাই। পরে স্থানীয়দের খবর দেই।’

স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: জালাল সিকদার নয়া দিগন্তকে বলেন, ‘খবর পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে লাশটি এলাকার কারো নয়।’

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার আজম খান বলেন, ‘লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো গাড়ি দুর্ঘটনা অথবা হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’