ময়মন‌সিং‌হে জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ২০ নেতাকর্মী

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা জামায়াতে যোগ দেন।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
জামায়াতে যোগদান অনুষ্ঠান
জামায়াতে যোগদান অনুষ্ঠান |নয়া দিগন্ত

ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশের ওয়ার্ড আহ্বায়কসহ ২০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা জামায়াতে যোগ দেন।

নতুন যোগদানকারীরা ময়মনসিংহ-৪ (সদর) আসনে ১০ দলীয় জোট সমর্থিত জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুলের সাথে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদানের ঘোষণা দেন।

ময়মনসিংহ মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে ময়মনসিংহ সদর উপজেলার ১০ নম্বর দাপুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) আহ্বায়কসহ ২০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলীতে যোগদান করেন।

তিনি আরো বলেন, যোগদানকারী নেতাকর্মীরা জানিয়েছেন, দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে তারা জামায়াতে ইসলামীর সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আগ্রহী। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে তারা মাঠে সক্রিয় ভূমিকা রাখবেন বলেও অঙ্গীকার করেছেন।

অনুষ্ঠান শেষে জামায়াতের পক্ষ থেকে নতুন যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করা হয়।