লালমনিরহাটের সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় জিরা, শাল-চাদর ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা।
বুধবার দিন ও রাতে ১৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপি ও ব্যাটালিয়ন সদর দফতরের তত্ত্বাবধানে পৃথক পৃথক অভিযানে এসব পণ্য ও মাদক জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে চোরাচালানের মাধ্যমে সীমান্ত দিয়ে আনা মালামাল গোপনে মজুদ করে কুড়িগ্রাম এলাকা থেকে একটি কাভার্ডভ্যানে ঢাকার দিকে পাচার করা হবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সম্ভাব্য চলাচল রুটে বিশেষ চেকপোস্ট স্থাপন করে। পরে একটি কাভার্ডভ্যানকে থামানো হয়। তল্লাশি চালিয়ে ভ্যানের ভেতর থেকে ২ হাজার ৫১১ কেজি ভারতীয় জিরা এবং ১৮০টি ভারতীয় শাল ও চাদর জব্দ করা হয়। উদ্ধার এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ৭১ হাজার টাকা।
এছাড়াও, লালমনিরহাট ব্যাটালিয়নের অধীনস্থ চারটি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত আরো তিনটি পৃথক অভিযানে ১৩ কেজি ভারতীয় গাঁজা এবং ১৪০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। এসব মাদকদ্রব্যের মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, পণ্য চোরাচালান দেশের জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। এর ফলে দেশীয় বাজার ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়ে এবং সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হয়।
তিনি আরো জানান, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের প্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।



