টাঙ্গাইলে জুয়ার আসর থেকে বিএনপি নেতাসহ আটক ৩৪

অভিযানে জুয়ার আসর থেকে এক লাখ ৪৯ হাজার ৪১০ টাকা ও ১৬ সেট তাস উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে বিএনপি নেতা ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail Sadar
টাঙ্গাইলে জুয়ার আসর থেকে আটক ৩৪
টাঙ্গাইলে জুয়ার আসর থেকে আটক ৩৪ |নয়া দিগন্ত

টাঙ্গাইলে জুয়া খেলার সময় সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ ৩৪ জনকে আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে শহরের শতাব্দী ক্লাবে এ অভিযান চালানো হয়।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বলেন, ‘যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ঘটনায় মামলার পর তাদের আদালতে পাঠানো হয়।’

টাঙ্গাইলের আদালত পরিদর্শক লুৎফর রহমান নয়া দিগন্তকে জানান, বুধবার বিকেলে তাদের কোর্টে তোলা হয়। তাদের পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল সদর থানা আমলী আদালতের বিচারক বাদল কুমার চন্দ তাদেরকে পুলিশ রিপোর্ট আসা পর্যন্ত জামিন দেন।

অভিযানে জুয়ার আসর থেকে এক লাখ ৪৯ হাজার ৪১০ টাকা ও ১৬ সেট তাস উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে বিএনপি নেতা ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।

একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর নেতৃত্বে শহরের ভিক্টোরিয়া রোডের শতাব্দী ক্লাবে নিয়মিত জুয়ার আসর বসত এবং গভীর রাত পর্যন্ত তা চলত।