নড়াইলের নড়াগাতীতে নড়াইল-১ আসন বিএনপির উদ্যোগে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে থানার দক্ষিণ যোগানিয়া খান সাহেব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতি লস্কর ফিরোজ আহমেদের সভাপতিত্বে ও কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহিনুর ইসলাম মাহির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিএনপি নেতা বি এম নাগিব হোসেন।
প্রধান অতিথি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে। নড়াইল-১ আসনে তৃণমূলের নেতাকর্মীদের ত্যাগ ও মতামত মূল্যায়ন করে যোগ্য প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবি করছি।’
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মত্যাগ, দেশপ্রেম ও বহুদলীয় গণতন্ত্রের কথা দেশসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে স্মরণীয় হয়ে থাকবে।’
সভায় প্রধান বক্তা ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেট বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম মহসিন, কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, কালিয়া উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক স ম ইকরাম রেজা ও জেলা কৃষকদলের সাবেক সভাপতি এম রেজাউল করিম।
এছাড়া আরো বক্তব্য রাখেন কালিয়া উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলতাফ উদ্দিন আনসারী, নড়াইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল খবির রেজা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সিদ্দিকী টিটো, বিএনপি নেতা মোল্যা বকতিয়ার হোসেন, হায়দার আলম, কালিয়া পৌর ছাত্রদলের আহ্বায়ক মিকাইল হোসেন, শ্রমিকদল নেতা দেলোয়ার হোসেন দিলু, ছাত্রদলের সাবেক নেতা জিয়াউর রহমান বাবলু, স্থানীয় ইউপি সদস্য সোহাগ শেখ প্রমুখ।
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলাম ও জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংকস অ্যামপ্লয়ীজ ফেডারেশন ও সোনালী ব্যাংক অ্যামপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের সভাপতি মরহুম বি এম বাকির হোসেনকে শ্রদ্ধাভরে স্মরণ করেন বক্তারা। এছাড়া নেতাকর্মীসহ গ্রামবাসীর জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।



