ডাসারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

শুক্রবার ভোর রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রামে এ অভিযান পরিচালিত হয়।

Location :

Madaripur
মো: হাসান সেরনিয়াবাত (৩৩)
মো: হাসান সেরনিয়াবাত (৩৩) |নয়া দিগন্ত

সৈয়দ রাকিবুল ইসলাম, ডাসার (মাদারীপুর)

মাদারীপুরের ডাসার উপজেলায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: হাসান সেরনিয়াবাত (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোর রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রামে এ অভিযান পরিচালিত হয়।

হাসান পশ্চিম বনগ্রামের বাসিন্দা কালাম সেরনিয়াবাতের ছেলে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।