সোনাগাজীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫

প্রান্তিক কৃষকদের কল্যাণে ঐক্যবদ্ধ প্রয়াসের আহ্বান

বক্তারা আগামী দিনে কৃষি বিপ্লবের মাধ্যমে দেশের স্বনির্ভরতা অর্জনে আহ্বান জানান।

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Feni
পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস
পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস |নয়া দিগন্ত

ফেনীর সোনাগাজীতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় সোনাগাজী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কংগ্রেসে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন সভাপতিত্ব করেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতর ফেনীর উপ-পরিচালক মোহাম্মদ আতিক উল্যাহ প্রধান অতিথি এবং সোনাগাজী উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন, সোনাগাজী উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: মোস্তফা, ফেনী জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন, ইসলামি আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলা সেক্রেটারি মাওলানা মো: হিজবুল্লাহসহ গণ্যমান্য ব্যক্তিরা।

কংগ্রেসে জাতীয় কৃষি ব্যবস্থাপনাকে প্রান্তিক কৃষকদের কাছে পৌঁছে দেয়ার জন্য সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর জোর দেয়া হয়। বক্তারা আগামী দিনে কৃষি বিপ্লবের মাধ্যমে দেশের স্বনির্ভরতা অর্জনে আহ্বান জানান।

এই কংগ্রেসে উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও কর্মচারী এবং তৃণমূলের শতাধিক প্রান্তিক কৃষক অংশগ্রহণ করেন।