ভোলাহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

সকাল পৌনে ৮টার দিকে উপজেলার খাসপাড়ামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Location :

Bholahat
ভোলাহাটে মোটরসাইকেল আরোহী নিহত
ভোলাহাটে মোটরসাইকেল আরোহী নিহত |নয়া দিগন্ত

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের ভোলাহাট-কানসাট আঞ্চলিক সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মিলন আলী (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার খাসপাড়ামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন আলী শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোমানীনগর গ্রামের বিকল আলীর ছেলে।

স্থানীয় সূত্র ও স্থানীয় ইউনিয়ন (ইউপি) পরিষদের সদস্য মো: ইব্রাহীম জানান, শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে মিলন মোটরসাইকেলযোগে ভোলাহাট থেকে শিবগঞ্জের গোলাপ বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় খাসপাড়ামোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিলনের মৃত্যু হয়।

ভোলাহাট থানা পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।