সিলেটের কোম্পানীগঞ্জ থেকে একটি বিদেশী রিভলবারসহ বিস্ফোরক উদ্ধার করেছে র্যাব-৯। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কোম্পানীগঞ্জ থানাধীন টুকেরবাজার সংলগ্ন বুড়িডহর এলাকার পিয়াইন ব্রিজের নিচে রিভলবারসহ এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ। উদ্ধার অস্ত্র ও বিস্ফোরক কোম্পানীগঞ্জ থানায় হস্থান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
র্যাব-৯ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি আভিযানিক দল আনুমানিক রাত ১১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার পিয়াইন ব্রিজের নিচে ব্যাপক তল্লাশী চালায়। এ সময় একটি আকাশী রংয়ের ব্যাগের ভেতর রক্ষিত ১টি বিদেশী রিভলবার, ১টি ইলেকট্রিক ডেটোনেটর, ১টি সেফটি ফিউজ এবং ১টি নিওজেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে এ সময় সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধার বিস্ফোরক দ্রব্যাদি নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
র্যাব-৯ সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত র্যাব-৯, সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে সর্বমোট ২৮টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৪৭৫৫ গ্রাম বিস্ফোরক, ২৩টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ২০টি এয়ারগান উদ্ধার করেছে। যা সর্বমহলে প্রশংসিত হয়েছে এবং সিলেট বিভাগীয় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। র্যাবের এসব কার্যক্রম অব্যাহত রয়েছে।


