ফ্যাসিস্ট হাসিনার কারণে পার্বত্য চট্টগ্রামে সম অধিকার নিয়ে কথা বলতে পারিনি : ওয়াদুদ ভুইয়া

রাঙ্গামাাটিতে পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলনের প্রতিনিধি সম্মেলন

চব্বিশের জুলাই গণআন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের পর আবারো মুক্ত পরিবেশে পার্বত্য চট্টগ্রামের সকল মানুষের সম অধিকার প্রতিষ্ঠায় কাজ শুরু হয়েছে বলে তিনি জানান।

পুলক চক্রবর্তী, রাঙ্গামাটি

Location :

Rangamati
রাঙ্গামাাটিতে পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলনের প্রতিনিধি সম্মেলনে অতিথিরা
রাঙ্গামাাটিতে পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলনের প্রতিনিধি সম্মেলনে অতিথিরা |নয়া দিগন্ত

ফ্যাসিস্ট হাসিনা সরকারের কারণে দীর্ঘ ১৮ বছর ধরে পার্বত্য চট্টগ্রাম সম অধিকার নিয়ে কাজ করা যায়নি বলে অভিযোগ করেছেন খাগড়াছড়ির বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া।

চব্বিশের জুলাই গণআন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের পর আবারো মুক্ত পরিবেশে পার্বত্য চট্টগ্রামের সকল মানুষের সম অধিকার প্রতিষ্ঠায় কাজ শুরু হয়েছে বলে তিনি জানান।

শনিবার (২ আগস্ট) দুপুরে রাঙ্গামাটিতে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন রাঙ্গামাটি জেলার এক প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রাঙ্গামাটি চেম্বার অব কমার্স ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, আগামীতে পার্বত্য চট্টগ্রামে সকল সম্প্রদায়ের অধিকার যাতে সুনিশ্চিত হয়, সেজন্য তিনি সকলকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ওয়াদুদ ভূইয়া বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে পুরনো নিয়ম বাদ দিয়ে নতুনভাবে মহামান্য হাইকোর্টের নতুন রায় অনুযায়ী যাতে পরিচালিত হয় সেজন্য সম অধিকারের নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে।’

পাশাপাশি রাঙ্গামাটিসহ পার্বত্য জেলার ভূমি বন্দোবস্তিসহ সরকারি লোন নিয়ে যে সংকট চলমান রয়েছে তা সমাধানে জেলা প্রশাসকের সাথে কথা বলতে হবে।

তিনি আরো বলেন, ‘পাহাড়ে সংঘাত সৃষ্টি করে পাহাড়কে অশান্ত করার চেষ্টা করা হয়েছে। এই ষড়যন্ত্র থেকে সকলকে সজাগ থাকতে হবে।’

আগামীতে পার্বত্য চট্টগ্রামে সকল সম্প্রদায়ের অধিকার যাতে সুনিশ্চিত হয় সেজন্য তিনি সকলকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রতিনিধি সম্মেলনে নতুন ২১ সদস্যের রাঙ্গামাটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটি তিন মাসের মধ্যে একটি জেলা সম্মেলনের আয়োজন করবে। প্রতিনিধি সম্মেলনে রাঙ্গামাটির জেলার ১০ উপজেলার সম অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন রাঙ্গামাটির প্রতিনিধি সম্মেলনের আহ্বায়ক মো: জাহাঙ্গীর কামালের সভাপতিত্বে সম অধিকারের সদস্য নুরুল আফসারের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে জেলা সম অধিকার আন্দোলনের সদস্য মাহব্বু এলাহী, অ্যাডভোকেট মো: আবছার আলী, মো: কামাল উদ্দিন, অ্যাডভোকেট মো: সুজন কামাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি মো: নুরুল আলম, সম অধিকার জেলা সদস্য জাহিদ মোস্তফা, বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি খোরশেদ আলম, রাজস্থলী উপজেলা প্রতিনিধি মো: আলাউদ্দিন, নানিয়ারচর উপজেলা প্রতিনিধি ইস্রাফিল, কাউখালী উপজেলা প্রতিনিধি সোহেল রিগ্যান, বরকল উপজেলা প্রতিনিধি আব্দুল জলিল, লংগদু উপজেলা প্রতিনিধি মো: দেলোয়ার হোসেন বক্তব্য দেন।