চৌগাছা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১০ জনকে ফেরত পাঠালো বিএসএফ

শনিবার (২২ নভেম্বর) বিকেলে ভারতের বহেরা বিএসএফ ও মাসিলা বিজিবি ক্যাম্পের পতাকা বৈঠকের পর তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানো হয়।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Chaugachha
ফেরত পাঠানো ব্যক্তিরা
ফেরত পাঠানো ব্যক্তিরা |নয়া দিগন্ত

যশোরের চৌগাছার মাশিলা-হিজলী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১০ জনকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে ভারতের বহেরা বিএসএফ ও মাসিলা বিজিবি ক্যাম্পের পতাকা বৈঠকের পর তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানো হয়।

ওই ব্যক্তিরা হলেন যশোর জেলার কেশবপুর উপজেলার বুড়িহাটি গ্রামের সুরমান সরদারের ছেলে আবু সাঈদ (৪৯) ও তার স্ত্রী সখিনা বেগম (৪১), খুলনা জেলার তেরখাদা উপজেলার নয়াবারাসাত গ্রামের মাসুদ মোল্লার ছেলে রাব্বি হাসান (২১), তার স্ত্রী নাসরিন বিবি (১৯) ও তাদের কন্যা রাহেলা খাতুন (২), মরহুম শেখ আব্দুল কাহাফের স্ত্রী মেহেরুনেছা (৭৫), সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বড়কুপট গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী মাছুরা বিবি (৩৫), তার ছেলে নুর জালাল ওসমান (১৫), আরেক ছেলে ওমর ফারুক গাজী (১২) ও মেয়ে মিনারা খাতুন (৮)।

তাদের মধ্যে আবু সাঈদ বলেন, ‘আমাদের মধ্যে কেউ ভারতের গুয়াভারে, কেউ হরিয়ানায়, কেউ উত্তরাখণ্ডে ও হাওড়ায় ছিলাম। সেখান থেকে আমাদের বিএসএফ ক্যাম্পে নিয়ে আসে। পরে আমাদের পাতাকা বৈঠকের মাধ্যমে পার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়।’

৪৯ মাশিলা সীমান্তের হিজলি বিজিবি ক্যাম্প কমান্ডার ল্যান্স নায়েক হাসান আলী বলেন, ‘ভারতের বহেরা সীমান্তে পতাকা বৈঠক করে বিএসএফ বিকেলে তাদের ফেরত দেন। আমরা তাদেরকে চৌগাছা থানা হেফাজতে দিয়েছি।’

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘বিকেলে ওই ১০ জন বাংলাদেশীকে আদালতে পাঠানো হয়েছে।’