বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চট্টগ্রামে দোয়া মাহফিল ও স্বাগত মিছিল করা হয়েছে।
এ উপলক্ষে পাহাড়তলী, খুলশী, হালিশহর ও ডবলমুরিং থানা যুবদলের যৌথ উদ্যোগে সোমবার (২২ ডিসেম্বর) বাদ আসর সাগরিকা মোড়ের একটি কমিউনিটি হলে খতমে কুরআন, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করছেন। তারেক রহমান বিগত দিনের ক্ষমতাসীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানামুখী চাপে রেখে তাকে দেশে আসতে দেয়নি। আগামী ২৫ ডিসেম্বর আমাদের নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের বেশে স্বদেশ প্রত্যাবর্তন করছেন। দেশবাসী উৎসবমুখর পরিবেশে আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।’
মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ফজলুল হক সুমনের সঞ্চালনায় এতে মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নুর আহমেদ গুড্ডু, শাহেদ আকবর, আব্দুল গফুর বাবুল, মিয়া মোহাম্মদ হারুন, জসিমুল ইসলাম কিশোর, ওয়ার্ড বিএনপি নেতা নুর সেলিম বাঙালি, জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, শাহিন পাটোয়ারী, হেলাল হোসেন হেলাল, শাহজালাল পলাশ, মুহাম্মাদ সাগির, গাজী ফারুক, আরিফ হোসেন, মিজানুর রহমান দুলাল, আজিজ চৌধুরী, সাখাওয়াত কবির সুমন, আবদুল করিম, নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান, নুর হোসেন অপু, সাজেদুল ইসলাম অরিক, থানা যুবদলের সাবেক আহ্বায়ক বজল আহমেদ, কুতুব উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
দোয়া মাহফিল শেষে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়াবাজার মোড়ে গিয়ে শেষ হয়।



