খুলনায় অজ্ঞাত বিষক্রিয়ায় ৫ জনের মৃত্যু

তবে অতিরিক্ত বাংলা মদ পানে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে ময়নাতদন্ত করতে না দিয়েই হাসপাতাল থেকে জোর করে তাদের লাশ নিয়ে যান স্বজনরা।

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
প্রতীকী ছবি

খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় অজ্ঞাত বিষক্রিয়ায় পাঁচ ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে অতিরিক্ত বাংলা মদ পানে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে ময়নাতদন্ত করতে না দিয়েই হাসপাতাল থেকে জোর করে তাদের লাশ নিয়ে যান স্বজনরা। এতে তাদের মৃত্যুর আসল কারণ জানা যায়নি।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন- সোনাডাঙ্গার বয়রা শেরের মোড়ের আব্দুর রবের ছেলে বাবু (৫০), খালিশপুরের বয়রা মধ্যপাড়ার আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), খালিশপুর জাংশন রোডের কালিপদের ছেলে গৌতম কুমার বিশ্বাস (৪৭), সোনাডাঙ্গা মেলার মাঠ সংলগ্ন আজিবর (৫৯) ও খালিশপুরের খুলনা পাবলিক কলেজের তোতা (৬০)।

এরমধ্যে তোতাকে তার গ্রামের বাড়ি বরিশালের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

এছাড়া খুলনা বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে সনু (৫৮) নামে একজনকে ভর্তি করানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

খুমেক হাসপাতালের জরুরি বিভাগের রেকর্ড অনুযায়ী, শনিবার বেলা সোয়া ৪টার দিকে থানার বয়রা শেরের মোড় এলাকার ওই পাঁচ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে জরুরি বিভাগ থেকে মেডিসিন ওয়ার্ডে নেয়ার পথেই তাদের মৃত্যু হয়। পরে সেখান থেকে দ্রুত তাদের লাশ এলাকায় নিয়ে চলে যান স্বজনরা।

তবে হাসপাতালে মিথ্যা তথ্য দিয়ে তাদের ভর্তি করানো হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

এ বিষয়ে কেএমপির সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘কী কারণে তাদের মৃত্যু হয়েছে সেটি এখনো নিশ্চিত নই। তবে ঘটনাস্থলে আছি। পরে বিস্তারিত জানা যাবে।’