কাঁঠালিয়ায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

রেদোয়ান কাঁঠালিয়ার রিপন হাওলাদারের ছেলে।

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

Location :

Kathalia
ডোবার পানিতে ডুবে শিশু রেদোয়ানের মৃত্যু
ডোবার পানিতে ডুবে শিশু রেদোয়ানের মৃত্যু |নয়া দিগন্ত

ঝালকাঠির কাঁঠালিয়ায় ঘরের পাশের ডোবার পানিতে পড়ে রেদোয়ান হোসেন নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম আউরা গ্রামে (বান্দাঘাটা-সংলগ্ন) এ দুর্ঘটনা ঘটে।


রেদোয়ান ওই গ্রামের রিপন হাওলাদারের ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানান, শিশু রেদোয়ান সবার অজান্তে ঘরের পাশের ডোবা থেকে পানি তুলতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর ডোবার পানিতে ভেসে উঠতে দেখে স্বজনরা উদ্ধার করে ভান্ডারিয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাঁঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা জানান, ঘটনাটি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।