কুমারখালীতে প্রতিবেশীর বাড়িতে আগুন দিতে গিয়ে আটক ১

কুষ্টিয়ার কুমারখালীতে প্রতিবেশীর বাড়িতে আগুন দিতে গিয়ে ধরা পড়ে পুলিশের কাছে সোপর্দ হয়েছেন বাবু নামে এক ব্যক্তি।

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা

Location :

Kushtia
অভিযুক্ত বাবু
অভিযুক্ত বাবু |নয়া দিগন্ত

কুষ্টিয়ার কুমারখালীর তেবাড়িয়া গ্রামে প্রতিবেশীর বাড়িতে আগুন দিতে গিয়ে বাবু নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার সকালে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এর আগে, শুক্রবার রাত ৩টার দিকে এলাকাবাসী তাকে ধরে বেঁধে রাখে।

এলাকাবাসীর অভিযোগ জানায়, রাত ৩টার দিকে শোরগোল শুনে তারা ভুক্তভোগী রিপনের বাড়িতে মাদকসেবী বাবুকে দেখতে পান হাতে কাঠের বাটাম ও কেরোসিনসহ। এসময় তারা বাবুকে ধরে ঘরের বারান্দায় খুঁটির সাথে বেঁধে রেখে সকালে পুলিশে সোপর্দ করে।

বাবু মাদক সেবনের পাশাপাশি মাদককারবারিসহ এলাকায় বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত বলে জানান তারা।

ভুক্তভোগী রিপনের স্ত্রী জানান, পূর্ব শত্রুতার জের ধরে বাবু তাদের বড় ধরনের ক্ষতি করতে বাড়িতে আগুন দিতে আসে। তারা বিষয়টি টের পেয়ে বাবুকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

তবে অভিযুক্ত বাবু জানান, রাত ৩টার দিকে সে তার বোন ও বোন জামাইকে খুঁজতে রিপনের বাড়িতে যান।

কেরোসিন তেল ও কাঠের বাটাম নিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, শুধু ভয় দেখানোর জন্য এগুলো সাথে বহন করছিলেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান জানান, বাবুর কাছ থেকে আলামত হিসেবে কিছু পাওয়া যায়নি। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযোগ দিলে মামলা হিসেবে গ্রহণ করা হবে।