মুন্সীগঞ্জে জমি নিয়ে বিরোধ, বৃদ্ধকে আগুনে পুড়িয়ে দেয়ার অভিযোগ

মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের শাখারীবাজার এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে পেট্রোল ঢেলে আগুন দেয়ার অভিযোগ উঠেছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জে জমি নিয়ে বিরোধ, বৃদ্ধকে আগুনে পুড়িয়ে দেয়ার অভিযোগ
মুন্সীগঞ্জে জমি নিয়ে বিরোধ, বৃদ্ধকে আগুনে পুড়িয়ে দেয়ার অভিযোগ |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের শাখারীবাজার এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ইলিয়াস শেখ (৬০) নামে এক বৃদ্ধকে পেট্রোল ঢেলে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। গুরুতর দগ্ধ অবস্থায় বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার দিনগত গভীর রাতে আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ইলিয়াস শেখ ভুইয়াবাড়ি এলাকার লাল মিয়া শেখের ছেলে। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

এদিকে স্বজনরা জানিয়েছেন, ইলিয়াস কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

আহতের মেয়ে বিথি আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার বাবার নিজ নামে থাকা জমি দখলের জন্য স্থানীয় প্রভাবশালী ও রাজনীতিসংশ্লিষ্ট কয়েকজন দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ করে আসছে। এর আগেও তাকে বিভিন্ন সময় মারধর করা হয়েছে। গতকাল রাত ২টার দিকে হঠাৎ শরীরে আগুন নিয়ে আমার বাবাকে দরজায় ছুটে আসতে দেখি। আমরা পানি ঢেলে আগুন নেভাই এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাই।’

তিনি আরো জানান, তার বাবা বলেছেন—‘এক ব্যক্তি গামছা পরা অবস্থায় আগুন দিয়েছে। তবে কাউকে চিনতে পারেননি।’

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় ইলিয়াস শেখ নিজের জমিতে সাইনবোর্ড টানাতে গিয়েছিলেন। তখনই এ হামলার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

হাতিমাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু বকর সিদ্দিক বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতের স্বজন ও স্থানীয়দের সাথে কথা বলা হয়েছে। থানায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’