‘জামায়াত ক্ষমতায় এলে প্রতিটি নাগরিকের সুচিকিৎসা নিশ্চিত করা হবে’

সরকারি হাসপাতালগুলোর মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তি ও পর্যাপ্ত ডাক্তার নিয়োগসহ গরিব ও নিম্ন আয়ের মানুষের জন্য কম খরচে উন্নত চিকিৎসা নিশ্চিত করবে ইনশাল্লাহ।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
বক্তব্য রাখেন ফজলুল করিম
বক্তব্য রাখেন ফজলুল করিম |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করিম বলেছেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পার হয়ে গেলেও এখনো দেশের নাগরিকদের মৌলিক অধিকার সুচিকিৎসা নিশ্চিত করা যায়নি। অনেক দল ক্ষমতায় এলেও সৎ নেতৃত্ব, উদ্যোগ ও সদিচ্ছার অভাবে প্রতিটি নাগরিকের সুচিকিৎসা নিশ্চিত করা যায়নি। অথচ সকল নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা একটি কল্যাণরাষ্ট্রের প্রধান দায়িত্ব। জামায়াত ক্ষমতায় এলে প্রতিটি নাগরিকের সুচিকিৎসা নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ।’

শুক্রবার (৫ নভেম্বর) মুন্সীগঞ্জ-২ আসনের লৌহজং উপজেলা জামায়াতের উদ্যোগে লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফজলুল করিম বলেন, ‘আগামীতে জামায়াতে ইসলামী আপনাদের ভোট ও আল্লাহর রহমতে সরকার গঠন করলে স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করে প্রত্যন্ত এলাকাতেও চিকিৎসার সুযোগ পৌঁছে দিবে। সরকারি হাসপাতালগুলোর মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তি ও পর্যাপ্ত ডাক্তার নিয়োগসহ গরিব ও নিম্ন আয়ের মানুষের জন্য কম খরচে উন্নত চিকিৎসা নিশ্চিত করবে ইনশাল্লাহ। চিকিৎসার অভাবে কোনো নাগরিক মারা যাবে না এবং চিকিৎসা নিতে গিয়ে কেউ বিড়ম্বনায় পড়বে না, ইনশাআল্লাহ।’

উপজেলার আমির জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্ব মেডিক্যাল ক্যাম্পে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট নিউরোসার্জন ও মুন্সীগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান সহকারী অধ্যাপক ডা: মোহাম্মদ সুজন শরীফ।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জামায়াত কেবল রাজনীতির জন্য রাজনীতি করে না। মানবিক বাংলাদেশ গঠনের জন্য মানবিক সংগঠন দরকার। আর জামায়াত সেই ভূমিকা রাখছে দীর্ঘদিন ধরে। অতীতে যারা ক্ষমতায় এসেছে তারা সবাই ক্ষমতার রাজনীতি করেছে। কিন্তু জামায়াত মানবতার রাজনীতি করে। দুর্যোগ-দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোই যার পরিচয়।’

লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ স্বাস্থ্যসেবার কার্যক্রম। এতে বিভিন্ন ধর্মের নারী, পুরুষ ও শিশুসহ প্রায় হাজারো মানুষ বিনামূল্যে এ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। এ সময় তাদের মাঝে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলার নায়েবে আমির নূরুল হক পাটোয়ারী, লৌহজং উপজেলার সেক্রেটারি প্রভাষক মো: আমিনুল ইসলাম, লৌহজং উপজেলার রাজনৈতিক সচিব শাহ আলম ঢালী, লৌহজং-তেউটিয়া ইউনিয়ন সভাপতি স্বাধীন সিকদার, জামায়াত নেতা কাজী মো: শাহ আলম ঢালী, বেজগাঁও সভাপতি মাওলানা নুরুল ইসলামসহ স্থানীয় জামায়াত কর্মী ও সমর্থকরা।