রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে এইচএসসি পরীক্ষার উদ্দেশে বের হয়ে মিরপুর সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে যাওয়ার সময় নিখোঁজ হওয়া মাহিরা বিনতে মারুফ পুলিকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
সোমবার (র্যাব-৪)-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি নয়া দিগন্তকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া শিক্ষার্থী মহিরা জানান, ‘গত ২৯ তারিখ তার এইচএসসি পরীক্ষা ছিল। সকাল ৮টার দিকে বাসা থেকে বের হয়ে মিরপুর সরকারি বাঙলা কলেজ সেন্টারে পরীক্ষা দেয়ার উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণ পর পরই একজন মহিলা তার সাথে কথা বলতে আসে, কথা বলার একপর্যায়ে মহিলা চেতনানাশক কিছু দ্রব্য তার নাকের সামনে ধরলে সে জ্ঞান হারিয়ে ফেলে।
এর পর সে আর কিছু মনে করতে পারেনি। জ্ঞান ফিরলে সে নিজেকে একটি রুমের ভেতরে দেখেন। একই সময়ে সিপিসি-২, র্যাবের একটি টহল দলের গাড়ি দেখে তাদেরকে পুরো ঘটনা বললে তাকে উদ্ধার করে এবং পরে র্যাব হেফাজতে নেয়া হয়।
র্যাব-৪ গণমাধ্যমকে জানান, উদ্ধার হওয়া মাহিরা বিনতে মারুফ পুলিকে প্রাথমিক আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, র্যাব-৪ সূত্রে জানা গেছে, ২৯ জুন রোববার সকাল ৮টার দিকে বাসা থেকে বের হন মাহিরা। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে।
পরে পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিলে জানা যায় মাহিরা ওই দিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিতই হননি। ওই সময় মাহিরার পরিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করলে রাতে তাকে সাভার থেকে উদ্ধার করা হয়।



