বগুড়ায় পূর্ব বিরোধের জেরে মধ্যরাতে যুবক খুন

‘ঘটনার পরপরই আমরা এক কিশোরকে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, টাকা লেনদেন নিয়ে রাসেলের সাথে তার বিরোধ ছিল। সেই বিরোধ থেকেই হত্যাকাণ্ডটি ঘটে।’

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogra Sadar
বগুড়ায় পূর্ব বিরোধে  মধ্যরাতে এক যুবক খুন
বগুড়ায় পূর্ব বিরোধে মধ্যরাতে এক যুবক খুন |নয়া দিগন্ত

বগুড়ায় পূর্ব বিরোধের জের ধরে মধ্যরাতে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চক সরতাজ সুলতানপুর পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মো: রাসেল (২৮) একই এলাকার মো: আবু বক্করের ছেলে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির জানান, বৃহস্পতিবার মধ্যরাতে স্থানীয় এক কিশোর রাসেলকে ঘুম থেকে ডেকে বাড়ির সামনে নিয়ে যায়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে কিশোরটি রাসেলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরো বলেন, ‘ঘটনার পরপরই আমরা এক কিশোরকে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, টাকা লেনদেন নিয়ে রাসেলের সাথে তার বিরোধ ছিল। সেই বিরোধ থেকেই হত্যাকাণ্ডটি ঘটে।’