ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে পৌর শহরের জামতলা মোড়ে জেলা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকুর রহমান ও জেলা বিএনপির সদস্য মুশফিকুর রহমানের নির্দেশনায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠন।
কেন্দ্রীয় কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক মো: সাদেকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো: জালাল উদ্দিনের পরিচালনায় দোয়া মাহফিল পূর্ব বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুর রহমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আব্দুর রউফ, সাবেক ছাত্রদল নেতা আতিকুর রহমান ছানা, গফরগাঁও ইউনিয়ন বিএনপি নেতা সোহরাব উদ্দিন, পাইথল ইউনিয়ন বিএনপি নেতা আলামিন মাস্টার, যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক প্রমূখ।
সভা শেষে দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ইমামুল হাসান ইমন।



