ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে এবং বাংলাদেশের ওপর ভারতের আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে দর্শনায় ছাত্র-জনতা ও দেশপ্রেমিকদের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দুপুর আড়াইটায় দর্শনা মুক্তমঞ্চ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দর্শনা বাস স্ট্যান্ডে এসে সমবেত হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন, তুমি কে আমি কে হাদি হাদি, ভারতের দাদাগিরি চলবে না চলবে না,রয়-এর ষড়যন্ত্র ভেঙে দাও গুড়িয়ে দাও,শহীদের রক্ত বৃথা যেতে দেব না। এসব স্লোগানে উত্তাল হয়ে ওঠে দর্শনার রাজপথ।
সমাবেশে শহীদ ওসমান হাদির প্রসঙ্গ টেনে বক্তারা বলেন, আজ ইনকিলাব মঞ্চের সাহসী মুখপাত্র ওসমান হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার অপরাধ ছিল, তিনি সত্য বলতেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। তারা দাবি করেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে রাজপথের আন্দোলন আরও বেগবান হবে।
সমাবেশে বক্তারা বলেন, ভারতের আধিপত্যবাদ এখন আর শুধু সীমান্তে সীমাবদ্ধ নয় এটি রাজনীতি, অর্থনীতি ও সার্বভৌমত্বের উপর সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা বলেন, এবার সময় এসেছে ভারতের আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার।
সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর অনিক, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পলাশ আহমেদ, থানা ছাত্রদলের আহ্বায়ক রাসেল লিওন, ছাত্র শিবিরের সভাপতি মানিক হোসেন হৃদয়, জামায়াতে ইসলামীর পৌর আমির শাইকুল ইসলাম অপু প্রমুখ।
সমাবেশ শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



