এ এইচ এম সফিকুজ্জামান

বাজারে সিন্ডিকেট ভাঙা কঠিন, অদৃশ্য শক্তি সক্রিয়

‘বাজারে সিন্ডিকেট ভাঙা কঠিন’ বলে মন্তব্য করেছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান।’

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ এইচ এম সফিকুজ্জামান
রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ এইচ এম সফিকুজ্জামান |নয়া দিগন্ত

‘বাজারে সিন্ডিকেট ভাঙা কঠিন’ বলে মন্তব্য করেছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান।’

সোমবার (২৪ নভেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ক্যাব রাজশাহী আয়োজিত বিভাগীয় খাদ্য সমৃদ্ধকরণ ও ভোক্তা-অধিকারবিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গেইন ফুড সার্টিফিকেশন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বিভাগের আট জেলার ক্যাব নেতারা অংশ নেন।

ক্যাব সভাপতি বলেন, ‘বাজারে সিন্ডিকেট ভাঙা কঠিন। কারণ চার-পাঁচটি বড় করপোরেট গ্রুপের পাশাপাশি অদৃশ্য শক্তিও সক্রিয় রয়েছে। নির্বাচনের আগে পণ্যের দাম বাড়তে পারে। এ জন্য প্রতি জেলায় জেলা প্রশাসন ও ক্যাবকে একযোগে বাজার মনিটরিং কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।’

ক্যাব সভাপতি সফিকুজ্জামান বলেন, ‘আমরা সরকারের মুখপাত্র নই, জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করি। দুর্নীতি ও বাজারের সিন্ডিকেট ভাঙতে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।’

তিনি আরো বলেন, ‘বাজারে খোলা ড্রামে ভোজ্যতেল বিক্রি বন্ধে ক্যাব আরো কঠোর অবস্থানে যাবে। খোলা তেল ভেজালের ঝুঁকি বাড়ায়। ব্যবসায়ীদের প্যাকেটজাত তেল বিক্রিতে উদ্বুদ্ধ করতে হবে। খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে সরকারি দফতরের সঙ্গে ক্যাবের যৌথ চেষ্টা জরুরি এবং মাঠপর্যায়ে মনিটরিং ও সচেতনতা আরো বাড়ানো হবে।’

কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ। গেইনের প্রকল্প সমন্বয়কারী লাইলুন নাহার খাদ্যের গুণগত মান নিয়ে প্রেজেন্টেশন দেন।

প্রশিক্ষণে রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ জেলার ক্যাব সভাপতি, সম্পাদক ও সদস্য এবং সরকারি বিভিন্ন দফতরের প্রতিনিধিরা অংশ নেন।