রাঙ্গামাটিতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সোমবার (২৫ আগস্ট) সংগঠনের রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার উদ্যোগে আয়োাজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার তিন শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়।
স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ তানভীর আরিফ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলা আমির আব্দুল আলীম।
বক্তারা বলেন, ‘কেবল মেধাবী হওয়াই যথেষ্ট নয়, প্রত্যেক শিক্ষার্থীকে আদর্শবান ও সৎ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে।’
বক্তারা বলেন, ‘আমরা আগে এত গরিব ছিলাম না। ইংরেজরা জাতি, ধর্ম ও ভাষার মধ্যে বিভাজন সৃষ্টি করায় আমরা পিছিয়ে পড়েছি। একসময় বিশ্বের দরবারে আমাদের যে গৌরব ছিল, তা আবার ফিরিয়ে আনতে হবে। এই দেশে কোনো কিছুর অভাব নেই। ভেতরের বিভাজন ভুলে একসাথে কাজ করলে হারানো গৌরব আবার ফিরে আনা সম্ভব।’
অনুষ্ঠানে কাপ্তাই, বাঘাইছড়ি, লংগদু ও রাঙ্গামাটি জেলা শহর থেকে এ বছর জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীরা অংশ নেন।