আ’লীগ নেতার বোনের বাড়ি থেকে সরঞ্জামসহ ৪০ ককটেল উদ্ধার, আটক যুবক

অভিযানে তিনটি কাঠের গুঁড়ি ভর্তি বালতি থেকে প্রায় ৩৫ থেকে ৪০টি অবিস্ফোরিত তাজা ককটেল, এক বস্তা ভর্তি ৯০ থেকে ১০০টি ককটেল তৈরির খালি জর্দার টিনের কৌটা ও অন্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
উদ্ধার সরঞ্জামসহ ৪০ ককটেল
উদ্ধার সরঞ্জামসহ ৪০ ককটেল |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ শহরের বৈখর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রীসহ প্রায় ৪০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বৈখর সাকিনে ভাড়াটিয়া আনোয়ার শেখের বসতঘরে তল্লাশি চালায় যৌথবাহিনী।

জানা যায়, বাড়িটি মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারীর ছোট বোন সেলিনা আক্তারের।

অভিযানে তিনটি কাঠের গুঁড়ি ভর্তি বালতি থেকে প্রায় ৩৫ থেকে ৪০টি অবিস্ফোরিত তাজা ককটেল, এক বস্তা ভর্তি ৯০ থেকে ১০০টি ককটেল তৈরির খালি জর্দার টিনের কৌটা ও অন্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে মো: হাসান বেপারী (৩৬) নামে এক যুবককে আটক করা হয়। তিনি চর ডুমুরিয়া এলাকার মরহুম আবুল কাশেম বেপারীর ছেলে ও সেলিনা আক্তারের মেয়ের জামাই বলে জানা গেছে।

উদ্ধারকৃত ককটেল ও বিস্ফোরক সামগ্রী পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে অভিযানের পর সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। আকস্মিক এ অভিযানে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল আলম জানান, ‘রিপন পাটোয়ারীর ভাগনি-জামাইকে আটকসহ বেশ কিছু ককটেল জব্দ করেছে যৌথবাহিনী। তবে বিস্তারিত এখনো হাতে পাইনি।’