শরীয়তপুরের নড়িয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এরশাদ খান (৩৫) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে নড়িয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এরশাদ নড়িয়া পৌরসভার দক্ষিণ নড়িয়া গ্রামের মেছের খানের ছেলে।
নড়িয়া থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এরশাদ খানবাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে নড়িয়া বাজারে যাচ্ছিলেন। নড়িয়া প্রাণিসম্পদ অফিসের সামনে একটি সিমেন্ট বোঝাই ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়লে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বাহার মিয়া জানান, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।



