নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকা থেকে হত্যা, অস্ত্র, মাদক ও বৈষম্যবিরোধী মামলাসহ ১৩ মামলার আসামি তমিজ উদ্দিন খন্দকার ওরফে আপেলকে (৫০) গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আপেল খন্দকার ফতুল্লা মডেল থানার জামতলা ধোপাপট্রি এলাকার বাসিন্দা এবং মরহুম মেজবাহ উদ্দিন খন্দকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, তিনি সাবেক এমপি শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী এবং প্রথম সারির ক্যাডার হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি শহরের শীর্ষস্থানীয় মাদককারবারি ও সন্ত্রাসী হিসেবে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, আপেলের বিরুদ্ধে অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০টি মামলা রয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী আইনে দু’টি হত্যা মামলা এবং ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় আরো একটি মামলা রয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে মোট ১৩টি মামলা রুজু রয়েছে।
তিনি আরো জানান, আপেল খন্দকার একজন শীর্ষ সন্ত্রাসী। চাঁদাবাজি, মাদক কারবার, সহিংসতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। তাকে সাত দিনের রিমান্ড চেয়ে বৈষম্যবিরোধী মামলায় আদালতে পাঠানো হয়েছে।