শুধু গ্যানম্যান দিয়ে রাজিনীতিবিদদের নিরাপত্তা সম্ভব নয়: আখতার

বর্তমান অবস্থায় কোনোভাবেই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর সম্ভব নয় উল্লেখ করে আখতার বলেন, ‘আমরা মনে করি বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, যদি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া সেটাকে বাস্তবায়ন করার পরিবেশ তৈরি করতে হয়, তবে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুর মহানগরীর ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন
রংপুর মহানগরীর ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন |নয়া দিগন্ত

যদি খুনিরা খুন করে পার পেয়ে যায় তাহলে যতই গানম্যান থাকুক না কেন তারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সদস্য সচিব আখতার হোসেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রংপুর মহানগরীর ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

এর আগে রংপুর-৪ আসনে নির্বাচনী প্রচার ও দলীয় কর্মকাণ্ডে অংশ নেয়ার জন্য রংপুর আসেন তিনি। পরে জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে নেতাকর্মীদের সাথে মিলিত হন। এসময় জেলা আহ্বায়ক আল মামুন, মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক আলমগীর নয়, তৌফিক হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খুনিদের গ্রেফতার না করলে গ্যানম্যান দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় দাবি করে আখতার বলেন, ‘সরকার অনেক রাজনীতিবিদকে গানম্যান দেয়ার কথা বলেছেন। কিন্তু আমরা মনে করি যদি খুনিরা খুন করে পার পেয়ে যায়, তাহলে যত গানম্যানই আমাদের সাথে থাকুক না কেন, তারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না। যদি খুনিরা খুন করার পরে, গুলি করার পরে বা কোনো ধরনের আক্রমণ করার পরে তাদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হয়, তাহলে একটা ডেটারেজ তৈরি করা সম্ভব। এবং এই ডেটারেজটাই আমাদের জন্য নিরাপত্তা বলয় হিসেবে কাজ করবে। খুনিরা বাইরে ঘুরে বেড়াবে আর আমরা গানম্যান নিয়ে ঘুরবো, এটা কোনভাবেই কারো জন্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। যদি খুনিদের গ্রেফতার করে যথাযথ শাস্তি নিশ্চিত করা হয়, তাহলে কারো জন্যই গানম্যানের প্রয়োজন হবে না।’

মানুষ হত্যার পর খুনিকে ট্রেসও করতে না পারা দু:খজনক উল্লেখ করে আখতার বলেন, ‘ আমরা শুনেছি তিনবাহিনী প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলেছেন। সেই সাক্ষাতের পরেও যদি একজনকে ককটেল মেরে হত্যা করা সম্ভবপর হয় এবং খুনিদের যদি ট্রেসও করা না যায় এটা আমাদের জন্য খুবই একটা দু:খজনক পরিস্থিতি। ‘

বর্তমান অবস্থায় কোনোভাবেই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর সম্ভব নয় উল্লেখ করে আখতার বলেন, ‘আমরা মনে করি বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, যদি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া সেটাকে বাস্তবায়ন করার পরিবেশ তৈরি করতে হয়, তবে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে।