দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল চেকপোস্টে যাত্রী পারাপার বৃদ্ধি

গত দুই দিনে বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রায় সাড়ে ৪০০০ পাসপোর্ট যাত্রী ভারতে গমন করেছেন। গত বছরের ৫ আগস্টের পর ভারত সরকার বাংলাদেশীদের জন্য ভিসা প্রদান বন্ধ করে দেয়।

বেনাপোল (যশোর) সংবাদদাতা

Location :

Jashore
দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল চেকপোস্টে যাত্রী পারাপার বৃদ্ধি
দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল চেকপোস্টে যাত্রী পারাপার বৃদ্ধি |নয়া দিগন্ত

দীর্ঘদিন পর বেনাপোল স্থলবন্দরের চেকপোস্টে ভারতগামী যাত্রীদের ভিড় ও কোলাহল লক্ষ্য করা যাচ্ছে। দুর্গাপূজার ছুটি কাটাতে হাজার হাজার বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রী ভারতে যাচ্ছেন। কেউ যাচ্ছেন পূজা উৎসব পালন করতে, কেউ চিকিৎসা নিতে, আবার কেউ পরিবারসহ ভ্রমণে।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, গত দুই দিনে বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রায় সাড়ে ৪০০০ পাসপোর্ট যাত্রী ভারতে গমন করেছেন। গত বছরের ৫ আগস্টের পর ভারত সরকার বাংলাদেশীদের জন্য ভিসা প্রদান বন্ধ করে দেয়। পরে সীমিত পরিসরে চিকিৎসা ও জরুরি প্রয়োজনে কিছু ভিসা দেয়া হয়। ওই সময় প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ জন যাত্রী ভারতে যেতেন।

তবে ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ভারত সরকার বাংলাদেশী পাসপোর্ট যাত্রীদের ভিসা প্রদানে কিছুটা শিথিলতা এনেছে। বর্তমানে প্রতিদিন ২০০০ থেকে ২৫০০ বাংলাদেশী যাত্রী ভারতে যাচ্ছেন। বিপরীতে ভারত থেকেও প্রতিদিন ৪০০ থেকে ৫০০ যাত্রী বাংলাদেশে প্রবেশ করছেন।

হঠাৎ যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় বেনাপোল চেকপোস্টে যাত্রীদের উপস্থিতি ও কোলাহল বৃদ্ধি পেয়েছে। যাত্রীদের মধ্যে কেউ পূজা উপলক্ষে আত্মীয়-স্বজনের সাথে মিলিত হতে যাচ্ছেন, কেউ চিকিৎসা নিতে, আবার কেউ পর্যটন উদ্দেশ্যে গমন করছেন। যথাযথ যাচাই-বাছাই শেষে পাসপোর্টধারী যাত্রীদের ভারত ভ্রমণের অনুমতি দেয়া হচ্ছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান, ‘গত দুই দিনে প্রায় সাড়ে ৪০০০ পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেছেন। ভারত সরকার আগের মতো বাংলাদেশী যাত্রীদের ভিসা প্রদান করলে যাত্রী পারাপার আরো বাড়বে। এতে সরকারি রাজস্ব আদায়ের পরিমাণও বৃদ্ধি পাবে।’