বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতার কুষ্টিয়া অঞ্চলের খেলায় কুষ্টিয়া জেলা দল চাপাইনবাবগঞ্জ জেলা দলকে ২-০ গোলে পরাজিত করেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ ষ্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আরেফিন মোহাম্মদ।
খেলার প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়য়ার্ধে একটি গোল করে কুষ্টিয়া জেলা দল বিজয় নিশ্চিত করে। খেলা শেষে ম্যান অব দ্যা মাচের পুরস্কার লাভ করে কুষ্টিয়ার ফুটবলার নয়ন।