কিশোরগঞ্জে ধান মাড়াইয়ের গাড়ি খাদে পড়ে হতাহত ৪

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, দুর্ঘটনায় একজন মারা গেছে। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন।

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

Location :

Kishoreganj
কিশোরগঞ্জে ধান মাড়াইয়ের গাড়ি খাদে পড়ে হতাহত ৪
কিশোরগঞ্জে ধান মাড়াইয়ের গাড়ি খাদে পড়ে হতাহত ৪ |নয়া দিগন্ত

নীলফামারীর কিশোরগঞ্জের মুশা নামক গ্রামে ধান মাড়াই শেষে বাড়ি ফেরার সময় গাড়ি খাদে পড়ে সোনা মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু ও তিনজন আহত হয়েছেন।

শনিবার (১৭ মে) রাত ১০ টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, শনিবার সন্ধ্যার পর গ্রামে ধান মাড়াইয়ের কাজ শেষে গাড়িতে করে সাতজন ফিরছিলেন। এসময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। গাড়িটি দ্রুত চালাতে গিয়ে ক্যানেল সংলগ্ন এলাকায় এসে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন চারজন। আহতদের কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে সোনা মিয়া চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, দুর্ঘটনায় একজন মারা গেছে। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন।