নাটোরের বাগাতিপাড়ায় ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে ইসলামী ছাত্রশিবির।
শনিবার বিকেলে উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে পেড়াবাড়িয়া দাখিল মাদরাসার হল রুমে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপজেলা সভাপতি মিঠু সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি আফতাব আলী।
এ ছাড়া উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি শাহীন আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব, জেলা ছাত্রশিবিরের আইন বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন, সহকারী দাওয়াহ সম্পাদক ইয়াহিয়া খান প্রমুখ।