সিংড়ায় পৌর যুবলীগের সভাপতি লাবুসহ গ্রেফতার ২

রাতে উপজেলার পৃথক দু’টি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সিংড়া (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
গ্রেফতার যুবলীগ নেতা
গ্রেফতার যুবলীগ নেতা |নয়া দিগন্ত

নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে পৌর যুবলীগের সভাপতি জনি হাসান লাবুসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার পৃথক দু’টি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

যুবলীগ নেতা লাবু পৌর শহরের সরকারপাড়া মহল্লার আমিন সদাগরের ছেলে। আর অপরজন উপজেলার ১১ নম্বর ছাতারদীঘি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।