পঞ্চগড়ের দেবীগঞ্জে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান জন্মের পর কৃষ্ণা রানী নামের এক প্রসূতির মৃত্যুর ঘটনায় বন্ধ করে দেয়া হয়েছে অনুমোদনবিহীন দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিকের অপারেশন থিয়েটার।
শনিবার (১১ অক্টোবর) এ নির্দেশনা দেয় প্রশাসন।
শুক্রবার (১০ অক্টোবর) রাত ৩টার দিকে রংপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে নেয়ার পথে কৃষ্ণা রানীর মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকায় করতোয়া সেতু টোল পয়েন্ট সংলগ্ন দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে কৃষ্ণা রানীর সিজারিয়ান অপারেশন হয়। অপারেশনের পর রাত ৩টা পর্যন্ত তিনি সেখানেই ভর্তি ছিলেন।
কৃষ্ণা রানীর স্বামী ধর্ম নারায়ণ বলেন, ‘ডাক্তারের অবহেলার কারণেই আমার স্ত্রী কৃষ্ণা রানী মারা যায়। ডাক্তারের উপযুক্ত বিচার চাই আর অবৈধ ক্লিনিক বন্ধ করার দাবি জানাচ্ছি।’
অপারেশন করা চিকিৎসক ডা: শিখা মনির বাবা ও দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক শহিদুল ইসলাম বাবুল মোবাইলফোনে বলেন, ‘ভুক্তভোগী পরিবারের সদস্যরা আমাদের ক্লিনিকে আসছিল। তারা বলেছে, তাদের কোনো অভিযোগ নেই। তবে শিশুর যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে তাকে যেন বিনা খরচে চিকিৎসা সেবা দেয়া হয়।’
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুমন ধর বলেন, ‘সিভিল সার্জনের নির্দেশে আমরা স্কয়ার ক্লিনিকের অপারেশন থিয়েটার বন্ধ করে দিয়েছি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারা অপারেশনের কার্যক্রম চালাতে পারবে না। সিভিল সার্জনের নির্দেশ পেলে তাদের বিরুদ্ধে পরবর্তী সময়ে ব্যবস্থা নেয়া হবে।’
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা: মিজানুর রহমান বলেন, ‘আমরা আপাতত ক্লিনিকের অপারেশন কার্যক্রম বন্ধ করে দিয়েছি। ভুক্তভোগীর পরিবারকে আমরা থানায় বা বিএমডিসিতে অভিযোগ জানাতে বলছি। তারা অভিযোগ দিলে আমরা তাদেরকে সব ধরনের সহযোগিতা করবো।’



