চুয়াডাঙ্গায় তাপমাত্রা হ্রাস, কার্তিকের শেষে বাড়ছে শীতের প্রকোপ

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া বইছে, এজন্য তাপমাত্রা দ্রুত কমছে।

হুসাইন মালিক, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
ভোরে কুয়াশা দেখা যাচ্ছে
ভোরে কুয়াশা দেখা যাচ্ছে |নয়া দিগন্ত

কার্তিক মাসের শেষভাগে এসে চুয়াডাঙ্গায় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে শীতের অনুভূতি। রোববার (৯ নভেম্বর) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা মৌসুমের তুলনায় কম।

ঠান্ডা বাতাসের প্রভাবে ভোর ও রাতের বেলায় শীতের তীব্রতা আরো স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। ভোরে জেলাজুড়ে দেখা যাচ্ছে হালকা কুয়াশা। মাঠের ফসল, সবুজ ঘাস ও গাছপালায় জমছে শিশিরবিন্দু।

সকাল ও সন্ধ্যায় বাইরে বের হওয়া মানুষজন গরম কাপড় ব্যবহার শুরু করেছেন।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া বইছে, এজন্য তাপমাত্রা দ্রুত কমছে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরো কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জামিনুর রহমান বলেন, ‘রাতের তাপমাত্রা দ্রুত কমছে। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শীত আরো বাড়তে পারে। নাগরিকদের প্রয়োজন অনুযায়ী শীতবস্ত্র ব্যবহার করার পরামর্শ দেয়া হচ্ছে।’

Topics