ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে জামায়াতের উদ্যোগে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি ও জাতীয় সংসদের নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি চৌমুহনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় মাওলানা বোরহান উদ্দিন অবিলম্বে ওসমান হাদির হত্যাকারীকে গ্রেফতারের দাবি জানান।



