সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি ও মামলা বাণিজ্য প্রতিরোধে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলাম সহ পাঁচ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার মহুয়ার মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, খেলাফত মজলিসের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
জামায়াতে ইসলামের কোটালীপাড়ার আমির গাজী সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মহসিন উদ্দীন, ইসলামী বাংলাদেশ আন্দোলনের সহ-সভাপতি মাওলানা ইয়াহিয়া, কোটালীপাড়া উপজেলা নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক সেলিম শেখ, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি সামাজিক যোগাযোগ বিষয়ক সম্পাদক পলাশ শেখসহ পাঁচ দলের বিভিন্ন নেতারা বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন- সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি ও মামলা বাণিজ্য প্রতিরোধে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।