সহকারী শিক্ষকদের আন্দোলন

লালপুরে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা নিলেন ইউএনও

‘সকলের যৌক্তিক দাবির প্রতি আমাদের সম্মান রয়েছে। তবে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাজীবন বাধাগ্রস্ত করার অধিকার কারো নেই।’

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur

নাটোরের লালপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের গ্রেড পরিবর্তনের দাবিতে আন্দোলনের সময় শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলহাস হোসেন সৌরভ।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার ১ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন দৃশ্য দেখা যায়। এ সময় ইউএনও উপস্থিত থেকে উপজেলার অন্তত ছয়টি বিদ্যালয়ের পরীক্ষা শুরু করেন।

জানা যায়, ৩০ নভেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বেতন স্কেল ১২ থেকে ১১ গ্রেডে উন্নীতকরণের দাবিতে দেশব্যাপী কমপ্লিট শাট ডাউন কর্মসূচি পালন করে আসছেন। এর মধ্যে ১ ডিসেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরুর চতুর্থ দিন বুধবার সকালে পরীক্ষা না নেয়ার অভিযোগ পেয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলহাস হোসেন সৌরভ সশরীরে ওই বিদ্যালয়গুলোতে উপস্থিত হন। পরে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অফিস সহায়কদের সহযোগিতায় পরীক্ষা শুরু করেন।

পরীক্ষা শেষে দুপুরে ইউএনও জুলহাস হোসেন তার অফিসিয়াল ফেসবুক পেইজে এ বিষয়ে চাকরির বিধি মেনে কোমলমতি শিক্ষার্থীদের পুঁজি না করে নিজ দায়িত্ব পালনসহ ছয় দফা নির্দেশনা দেন শিক্ষকদের।

তিনি বলেন, সকলের যৌক্তিক দাবির প্রতি আমাদের সম্মান রয়েছে। তবে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাজীবন বাধাগ্রস্ত করার অধিকার কারো নেই।