‘আমরা ভয়ের রাজনীতি চাই না। আমরা সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে অসাম্প্রদায়িক রাজনীতি করতে চাই।’ এমনটি জানিয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো: আনিসুল হক। এদিন তার সমর্থনে জামালগঞ্জের সাচনা বাজারে ঐতিহ্যবাহী বটতলায় নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গল বার (২৫ নভেম্বর) বিকালে জামালগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে পথসভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক কমিটির আহ্বায়ক মো: শফিকুর রহমান।
পথ সভার পূর্বে বাজারে বিভিন্ন ইউনিয়ের বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক রা খন্ড খন্ড মিছিল নিয়ে আসলে পথসভা জনসভায় রূপ নেয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো: আনিসুল হক।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ্ মো: শাহজাহান প্রমুখ।
উপস্থিত ছিলেন- আহ্বায়ক কমিটির নেতাসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন- আগামী নির্বাচনে একেকটি ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করে সরকার গঠন করলে, শিক্ষাখাতে, কৃষিখাতে,যোগাযোগ ব্যবস্থায়, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে, আমরা যুগান্তকারী পদক্ষেপ নেব। দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত, মানুষ উৎসুক হয়ে আছে ধানের শীষে ভোট দিতে। ধানের শীষে ভোট দিলে দেশের মানুষ নিরাপ থাকবে। আমাদের নেতা আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি। গণতন্ত্র মুক্তির লক্ষে দেশ নেত্রী বেগম খালেদা যে ত্যাগ করেছেন এই দেশের মানুষের হৃদয় থেকে সাবেক প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার নাম চির স্মরণীয় হয়ে থাকবে।
বিএনপি ক্ষতায় গেলে হাওরাঞ্চলে উন্নয়নে প্রাধান্য দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষ অসুস্থ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও নেক হায়াত কামনা করে মোনাজাত করেন আনিসুল হক।
সভায় উপস্থিত বক্তারা বলেন, সুনামগঞ্জ-১ আসনে মনোনয়নের জন্য অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবাই দলের যোগ্য লোক। তাদের মধ্য থেকে যাচাই–বাছাই করে দল মো: আনিসুল হককে মনোনয়ন দিয়েছেন। তবে আগামী নির্বাচন হবে চ্যালেঞ্জিং। তাই এখন আমাদের সবার দায়িত্ব দলীয় সিদ্ধান্তকে মেনে সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা। এই ধানের শীষ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম), এই ধানের শীষ আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, এই ধানের শীষ আগামী প্রজন্মের নায়ক তারেক রহমানের। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শহীদ জিয়ার ধানের শীষকে, খালেদা জিয়ার ধানের শীষকে, তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান।



