জামালপুর প্রতিনিধি ও সরিষাবাড়ী সংবাদদাতা
জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হাসান (১১) নামে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার ফুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান ফুলবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে বলে জানা গেছে ।
জানা যায়, হাসান বন্ধুদের সাথে ঝিনাই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে শিশু হাসানকে মৃত বলে ঘোষণা করে।
পারিবারিক সূত্র জানায়, ফুলবাড়িয়া এলাকায় জাহাঙ্গীর আলমের ছেলে বন্ধুদের সাথে হাসান ঝিনাই নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে পানিতে ডুবে যায় হাসান। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা খবর পেয়ে নদী থেকে শিশু হাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু হাসানকে মৃত বলে ঘোষণা করেন।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: চাঁদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।



