ফরিদপুরে পদ্মা নদীতে ভেসে আসা শিশুর লাশ উদ্ধার

ফরিদপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের ছয়-সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা; পুলিশ তদন্ত শুরু করেছে।

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur
ফরিদপুরে পদ্মা নদীতে ভেসে আসা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে
ফরিদপুরে পদ্মা নদীতে ভেসে আসা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে |নয়া দিগন্ত

ফরিদপুরে পদ্মা নদীতে ভেসে আসা অজ্ঞাত পরিচয়ের এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের পদ্মার চর কবিরপুর খেয়াঘাটের কাছে ভেসে যাওয়ার সময় লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, ছয় থেকে সাত বছর বয়সী শিশুটির পরনে সাদা রঙের একটি স্যান্ডো গেঞ্জি ও কমলা রঙের একটি হাফপ্যান্ট এবং তার ডান পায়ের গিরার ওপরে কালো কাপড় পেঁচানো রয়েছে।

ওই এলাকার চৌকিদার হজরত চৌধুরী জানান, উজান থেকে ভেসে আসার সময় তিনি প্রথমে লাশটি দেখতে পান। এ সময় ওই এলাকায় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে শ্রমিকরা নদীভাঙন রোধে বালি ভর্তি জিওব্যাগ ফেলার কাজ করছিলেন। পরে ওই শ্রমিকদের সহায়তায় লাশটি নদী থেকে পাড়ে তোলা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: মোস্তফা জানান, লাশটি ডাঙায় তোলার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন তিনি।

তিনি আরো জানান, শিশুটিকে এলাকাবাসীর কেউ চিনতে পারেনি। ধারণা করা যায়, পদ্মা নদীর উজান রাজবাড়ির মজলিসপুর, ধোলাই কিংবা দৌলতদিয়া এলাকা থেকে লাশটি ভেসে আসতে পারে।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদউজ্জামান জানান, কবিরপুর খেয়াঘাটের কাছে পদ্মা নদী দিয়ে ভেসে আসা একটি শিশুর লাশ এলাকাবাসী পাড়ে তুলেছেন বলে তিনি জানতে পেরেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশটির ময়নাতদন্তসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Topics