শহীদ ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল দিনাজপুর

শুক্রবার দিনাজপুরে সকল মসজিদে মসজিদে শহীদ ওসমান হাদির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
ফুলবাড়ি বাস স্ট্যান্ড ও রেলগুমটিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে স্থানীয়রা
ফুলবাড়ি বাস স্ট্যান্ড ও রেলগুমটিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে স্থানীয়রা |নয়া দিগন্ত

জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে দিনাজপুর।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দিনাজপুরে সকল মসজিদে মসজিদে শহীদ ওসমান হাদির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া দিনাজপুর সরকারি কলেজ মাঠে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। একইসাথে হাদির খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে শহরের বিভিন্ন স্থানে মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এর আগে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই গতকাল রাতে দিনাজপুর ফুলবাড়ি বাস স্ট্যান্ড ও রেলগুমটিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে স্থানীয়রা। এছাড়া জেলার সকল উপজেলাতেও বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের খবর পাওয়া গেছে।