নওগাঁর মান্দায় ফকিন্নি নদী থেকে সিদ্দিকুর রহমান(১৪) নামে এক প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রোববার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ১৪নম্বর বিষ্নপুর ইউনিয়নের চকশোল্লা বাজারের ফকিন্নি নদীর ওপর অবস্থিত ব্রিজ এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত সিদ্দিকুর রহমান উপজেলার শিবপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে সিদ্দিকুর রহমান গোসল দেয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আসে। ফকিন্নি নদীর ওই ব্রিজের ওপর ওঠে নদীর পানিতে লাফ দেয়। এরপর আধা ঘণ্টা পর্যন্ত পানিতে তাকে ভাসতে না দেখে স্থানীয় লোকজন খোঁজতে থাকে। পানিতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা।
নওগাঁ ফায়ার সার্ভিস ও রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে প্রায় ১৫-২০ মিনিট খোঁজাখুঁজির পর সিদ্দিকুর রহমানের লাশ খোঁজে পায়।
ডুবুরি দলের লিডার মতিউর রহমান বলেন, ‘খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের ডুবুরি জুয়েল রানা, সাইফুল ইসলাম ও দেলোয়ার হোসেন মাত্র ২০ মিনিটের মধ্যে নদীর তলদেশ থেকে লাশ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকাজে স্থানীয়দেরও সহযোগিতা ছিল।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘নদীতে পড়ে গিয়ে সিদ্দিকুর রহমান নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’