মাদারীপুরে পুকুরের পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

মাদারীপুরে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নে বুধবার পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
মাদারীপুরে পুকুরের পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
মাদারীপুরে পুকুরের পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু |নয়া দিগন্ত

মাদারীপুরে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত হাফিজুল (৮) ও হামজা (৫) ওই এলাকার নাঈম মল্লিকের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, বিকেলে বাড়ির উঠানে খেলছিল দুইভাই হাফিজুল ও হামজা। অসাবধানবশত পাশের পুকুরে পড়ে যায় দুইজন। এ সময় পানিতে তলিয়ে গেলে আর উঠতে পারেনি কেউ। রাত ৮টার দিকে স্থানীয়রা ভাসমান অবস্থায় দুইজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসেন। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুইভাইকে মৃত ঘোষণা করেন। দুই সহোদরের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহত দুই শিশুর আত্মীয় (সম্পর্কে নানা) শাওন হাওলাদার বলেন, ‘একসাথে দুই ভাইয়ের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেয়া যায় না। এটি খুবই দুঃখজনক ঘটনা। পরিবার কিভাবে এই শোক সইবে? অসতর্ক থাকার কারণেই এমন ঘটনা ঘটেছে।

মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: এহতেশামুল ইসলাম জানান, ‘দুই শিশুর মৃত্যুর খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এমন মৃত্যুতে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’