গুরুদাসপুরে দুই শিশু সন্তানকে নিয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে মায়ের মৃত্যু

প্রথমে ওই গৃহবধূ গ্যাস ট্যাবলেট খেয়ে চার বছর ও এক বছর বয়সী দুই ছেলে সন্তানকেও গ্যাস ট্যাবলেট খাওয়ান। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মা ইতি খাতুনের মৃত্যু হয়।

আখলাকুজ্জামান, গুরুদাসপুর (নাটোর)

Location :

Natore
নয়া দিগন্ত

নাটোরের গুরুদাসপুরে পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে নিয়ে ইতি খাতুন নামে এক গৃহবধূ ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে আত্মহত্যা করেছেন।

‎বুধবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বিলহরিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, প্রথমে ওই গৃহবধূ গ্যাস ট্যাবলেট খেয়ে চার বছর ও এক বছর বয়সী দুই ছেলে সন্তানকেও গ্যাস ট্যাবলেট খাওয়ান। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মা ইতি খাতুনের মৃত্যু হয়।

এদিকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই দুই শিশু সন্তান ভর্তি আছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।