মাদারীপুরের কালকিনিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাঁতী লীগ নেতা রেজাউল ফরাজীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর রাজদী গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রেজাউল ফরাজী ওই গ্রামের ছত্তার ফরাজির ছেলে ও কালকিনি উপজেলার তাঁতী লীগের সাধারণ সম্পাদক।
মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গত ২৪ সেপ্টেম্বর কালকিনির সাহেবরামপুরের একটি ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে থানা পুলিশ। সে মামলায় সম্পৃক্ততা থাকায় পুলিশ রেজাউল ফরাজীকে বেশ কিছুদিন ধরে খুঁজছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতে পাঠানো হয়।



