চট্টগ্রামের হাটহাজারীতে ‘জুলাই বিপ্লব’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন মন্তব্য ও কটূক্তি করার অভিযোগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক শিহাব আলী চৌধুরীকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২ জুলাই) সকালে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যার দিকে ফরহাদাবাদ ইউনিয়নের গুল মোহাম্মদ চৌধুরী বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শিহাব আলী চৌধুরী হাটহাজারীর ফরহাদাবাদ এলাকার মরহুম মোহাম্মদ আলী চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারের আগে শিহাব তার ফেসবুক প্রোফাইলে ‘জুলাই বিপ্লব’ নিয়ে একাধিক কুরুচিপূর্ণ ও বিদ্বেষমূলক মন্তব্য করেন। যা নিয়ে কয়েক সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এরপরই আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়ে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় হাটহাজারী মডেল থানায় করা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে। পরে বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।