নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে সপ্তাহিক ছুটির দিনেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত দুই মহাসড়কে যানজটের কারণে যাত্রী ও যানবাহন চালকরা চরম ভোগান্তিতে পড়েন। পরে কিছুটা স্বাভাবিক হলেও যান চলাচল ছিল ধীরগতির।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও অংশে ছোট-বড় মিলিয়ে তিনটি গাড়ি বিকল হলে যানজট শুরু হয়। অন্যদিকে ঢাকা-সিলেট মহাসড়কের তারাবোসহ কয়েকটি অংশে খানাখন্দের কারণে যানবাহন ধীরগতিতে চলায় একই ধরনের পরিস্থিতি দেখা দেয়।
যাত্রী আদনান আহমেদ তুষার জানান, মেঘনা যাওয়ার উদ্দেশ্যে কাঁচপুর থেকে গাড়িতে উঠে মদনপুর অংশে আটকে পড়েন। কয়েক মিনিট পরপর গাড়ি অল্প সময়ের জন্য চলে আবার থেমে যায়।
চাকরিজীবী আসাদুল ইসলাম বলেন, মোগরাপাড়া থেকে টিপরদী পর্যন্ত মাত্র ১ কিলোমিটার পথ অতিক্রম করতে পারেননি। উভয় লেনে তীব্র যানজট ছিল।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের কারণে প্রতিদিনই যানজট সৃষ্টি হয়। চালকরা লেন মেনে না চলায় পরিস্থিতি আরো জটিল হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, শুক্রবার সকাল থেকে একটি ১৪ চাকার গাড়ি, একটি মিনি পিকআপসহ তিনটি গাড়ি বিকল হয়ে যানজটের সৃষ্টি করে। বিকল গাড়ি সরানোর কাজ চলছে এবং যানজট নিরসনে পুলিশ কাজ করছে। বর্তমানে সড়কে গাড়ি চলাচল করছে, তবে ধীরগতিতে।