রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো: শামীম হোসেনের বিরুদ্ধে ৩১ পৃষ্ঠার একটি যৌন নির্যাতনের অভিযোগপত্র জমা দেয়া হয়েছে।
রোববার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগের সাদিয়া (ছদ্মনাম) নামের এক নারী শিক্ষার্থী এ অভিযোগপত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র পরামর্শ দফতর বরাবর প্রদান করেন।
অভিযোগপত্রে ভুক্তভোগী নারী শিক্ষার্থী ওই শিক্ষকের বিরুদ্ধে খারাপ ইঙ্গিত করা, কুপ্রস্তাব দেয়া, খারাপ টাচ করাসহ একাধিক অভিযোগ করেন।
এর আগে গত বৃহস্পতিবার বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থীরা সকলে মিলে ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় প্রধান বরাবর আরো একটি অভিযোগপত্র জমা দেন। সেখানে তারা ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির কথা অভিযোগ করে, তার ক্লাস পরীক্ষাসহ সকল ধরনের কাজ থেকে বিরত থাকার কথা উল্লেখ করেন।
অভিযোগ সত্য কি-না এটি জানার জন্য অভিযুক্ত শিক্ষক মো: শামীম হোসেনকে একাধিকবার মোবাইল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো: মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা গত বৃহস্পতিবার ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগের ১৩তম ব্যাচের ৩১ জন শিক্ষার্থীর স্বাক্ষরিত একটি অভিযোগপত্র পেয়েছি। সেখানে তারা অভিযুক্ত শিক্ষকের সকল ধরনের ক্লাস না করার জন্য বলেছেন। তাই আমরা আজ এ বিষয় নিয়ে বিভাগে জরুরি মিটিং করেছি। সেখানে কিছু নারী শিক্ষার্থী গুরুতর অভিযোগের কথা বলেন। আগামীকাল পুনরায় আমরা মিটিং করে পরবর্তী সিদ্ধান্ত নেব।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো: ফেরদৌস রহমান বলেন, ‘আমরা অভিযোগ পত্রটি পেয়েছি। এটি যৌন হয়রানি অভিযোগ বিষয়ক সেলে সীলগালা করে পাঠিয়ে দেয়া হয়েছে। পরবর্তী মিটিংয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’
যৌন হয়রানির অভিযোগ বিষয়ক বিশেষ সেলের সদস্য সচিব ড. মো: ইলিয়াস প্রামাণিক বলেন, ‘শুনলাম যে একটা অভিযোগপত্র এসেছে। আমরা অভিযোগপত্রের আলোকে দেশের আইন অনুযায়ী যে শাস্তি হবে তার ব্যবস্থা করব।’



