নওগাঁয় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু

মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যার দিকে মহাদেবপুর ও পত্নীতলা উপজেলার মাঝামাঝি পার্বতীপুর মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা

Location :

Mohadevpur
পত্নীতলা থানা
পত্নীতলা থানা |সংগৃহীত

নওগাঁর নজিপুর থেকে বাড়ি ফেরার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সুনিধির আশরাফ (১৭) ও হৃদয় হোসেন (১৭) ও সাদনান সাকিব (১৭) নামের ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যার দিকে মহাদেবপুর ও পত্নীতলা উপজেলার মাঝামাঝি পার্বতীপুর মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, সুনিধির আশরাফ মহাদেবপুর উপজেলার মাস্টার পাড়া এলাকার বেথুল আশরাফের ছেলে এবং একই এলাকার আখতারুজ্জামানের ছেলে ও শাহাজান আলীর ছেলে সাদনান সাকিব।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত ও আহত শিক্ষার্থীরা হলেন তিন বন্ধু। তারা বাড়ি থেকে নজিপুর বাজারে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে মহাদেবপুর ও পত্নীতলা থানার মাঝামাঝি পার্বতীপুর মোড়ে আসে। সে সময় ওই স্থানে রাস্তার ধারে একটি বাস দাঁড়িয়ে ছিল। তাদের মোটরসাইকেলের গতি অনেক বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর দাঁড়ানো ওই বাসের পেছনে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে মোটরসাইকেলটি বাসের বাঙ্কার ভেঙ্গে ভেতরে ঢুকে যায়। সেখানেই সুনিধির আশরাফের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদেরকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুনিধির আশরাফকে মৃত ঘোষণা করেন এবং অপর দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে যাওয়ার সময় পথে হৃদয় হোসেন মারা যান এবং আহত সাদনানকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবনতি হলে রাত ১১টার দিকে তাকে আইসিইউতে নেয়া হয়। এরপর রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো: এনায়েতুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুনিধির আশরাফ ঘটনাস্থলেই মারা যান। তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহত হৃদয় হোসেনকে রাজশাহী নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় ও চিকিৎসাধীন অবস্থায় রাতে সাদনানেরও মৃত্যু হয়।